এই ছবিটা কি পুরো বাংলাদেশের চিত্র নয়?
কিভাবে মেডিকেলে পড়ুয়া একজন নারী শিক্ষার্থীর গায়ে পুলিশ কিভাবে হাত তুলতে পারে?
মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা আছে কি নাই, সেটা তাদের ব্যাপার।গণতান্ত্রিক দেশে যে কেউ চাইলেই যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে, দাবি জানাতে পারে।সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নিবে তাদের দাবী যৌক্তিক কিংবা অযৌক্তিক। কিন্তু জনগণের বেতনভুক্ত চাকর হয়ে জনগণকে এভাবে পেটানোর অধিকার পুলিশকে কে দিয়েছে?
নারী শিক্ষার্থীরা শাহাবাগের রাস্তা অবরোধ করে অন্যায় করে থাকলে, সেটার জন্য নারী পুলিশ রয়েছে।কিন্তু একজন পুরুষ হয়ে কিভাবে নারী শিক্ষার্থীদের গায়ে এভাবে হাত তুললো?
অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘুমে আছেন? তিনি কি এগুলো চোখে দেখেন না? কার নির্দেশে পুরুষ পুলিশ হয়ে নারীদের গায়ে হাত তুলেছে, সেই কুলাঙ্গারকে খুঁজে বের করে জনসম্মুখে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।অন্যথায় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা নিয়ে এই অবৈধ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।