ঝালকাঠি প্রতিনিধি,
আসছে ঝালকাঠি পৌরসভার নির্বাচন এই নির্বাচন নিয়ে ঝালকাঠি পৌরসভা ৬নং কাউন্সিলার নিয়ে ওয়ার্ডের সাধারণ মানুষের ভাবনা চিন্তা ও কিছু যুবসমাজের সাথে কথা বলে জানতে পারলাম দলমত নির্ভবে শেষে মানুষের মুখে মুখে ও অন্তরে যায়গা করে নিছেন এলাকার সাবেক মেম্বার আতাহার আলী সিকদার এর ছেলে মোঃ ফোরকান সিকদার সে ছোট বেলা থেকে মানুষের পাশে ছিলেন এখনো সব সময় এলাকার খোঁজ খবর সমাজের উন্নয়ন মুলুক কাজে অংশ নেন গরীব দুঃখী মানুষের কাছের আপন জন সত্য বাদী,, সত সাহসী অন্নর প্রতিবাদী একজন সাদা মনের মানুষ এলাকার কিছু যুব সমাজ আরো বলেন ফোরকান সিকদার এর মতো ভালো মানুষ যদি আমাদের সেবা করতে আসে তাহলে আমরা ধন্য আমরা তাঁকে দলমত নির্ভবে শিষে গ্রহণ করবো আমরা অপেক্ষায় আছি আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের সুযোগ করে দিবেন,।
এ বিষয় ফোরকান সিকদার এর মোটফোনে কথা বলে যানা যায় সে এলাকার মানুষের চাওয়া কে সম্মান শ্রদেয় করে বলেন , আমি সাধারণ মানুষ হয়ে যে ভালোবাসা এলাকার মানুষের কাজ থেকে পাই একজন জনপ্রতি নীতি পায় কিনা আমার যানা নেই, আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা,, আর ভোটের কথা বলছেন,, আপনি বলেন, জনগণ আমাকে যে ভোট দিবে সেই ভোটের অধিকার আছে বলে মনে করি না, বতমান সময় ভোটের পরিবেশ নেই তাই আমি নির্বাচন নিয়ে কোন ভাবনা চিন্তা এই মুহূর্তে নেই তবে হ্যাঁ আমি এলাকার মানুষের পাশে আছি এবং থাকবো থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাকে ধন্যবাদ।।