লৌহজং প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের পূর্ব ডহরী আফিস খোলার ঐতিহ্যবাহী জামে মসজিদ ও কবরস্থান এবং ঈদগাওয়ের জায়গা রক্ষার দাবীতে জুমার নামাজ শেষে মানব বন্ধন করেছে এলাকার সর্ব স্তরের মুসল্লিগন ।আর এ মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম দপ্তরী, মসজিদের খবিত মাওলানা আমিনুল ইসলাম,হাজী মোহাম্মদ আব্দুল আজিজ,আব্দুল কাদির,শেখ আজমত আলী,মুজাহিদুল ইসলাম সোহাগ,যুবলীগ নেতা মেহেদী হাসান মিলন,ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাজীবসহ আরো অনেকেই।
এই বক্তরা বলেন,আমাদের কলমা ইউনিয়নের পূর্ব ডহরী আফিস খোলার ঐতিহ্যবাহী জামে মসজিদ সামনের জায়গাতে যুগ যুগ ধরে জানাযার নামাজ ,ঈদের নামাজ সহ সকল ধর্মূীয় কাজ করি।সাম্প্রতি সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেন।আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জনাই।সরকার ঘোষনা অনুযায়ী সংশ্লিট দপ্তর আমাদের মসজিদের সামনের জমিগুলো সরকারী খাস জমি হিসাবে অধিংকাশ জমি ভূমিহীনদের বরাদ্দ দেওয়া হয়েছে।আমরা এই মানব বন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিট দপ্তরে কাছে দাবি জানাচ্ছি অবিশষ্ট জায়গাগুলো যেন মসজিদের নামে ওয়াকফা করে দেওয়া হয়।