আল-জাজিরার প্রতিবেদনে সরকারের ভেতর কিছু মহলের ভয়াবহ অনিয়ম আর দূর্নীতির অভিযোগে সারাদেশে তোলপাড় চলছে। বলেন ডঃ আসিফ নজরুল।
সম্ভবত এ থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার চিন্তা থেকে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের একটি কমিটি। উনার বিরুদ্ধে অন্যতম অভিযোগে হচ্ছে তিনি বঙ্গবন্ধুর খুনীদের দেশত্যাগে সহায়তা করেছিলেন।
এমন একটি অভিযোগে জিয়ার খেতাব বাতিল হলে বঙ্গবন্ধুর খুনী সরকারের প্রতি আনুগত্য প্রদশর্নের জন্য জনাব ওসমানী, শফিউল্লাহ ও এ. কে. খন্দকারের বীরউত্তম খেতাবও বাতিল করা যায়।
এর পাশাপাশি গঠন করা যায় নতুন আরেকটি কমিটি। কেড়ে নেয়া খেতাব কাকে কাকে দেয়া যায় সেটি এই কমিটি ঠিক করুক। কে মুক্তিযুদ্ধে যুদ্ধের মাঠে নেতৃত্ব দিয়েছেন, কে সেক্টর কমান্ডার ছিলেন, কে কোন ফোর্স-এর প্রধান ছিল সেটাও এই কমিটি নতুন করে ঠিক করুক।
মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পালিত হোক নতুন নতুন ইতিহাসে!