নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্রঘোষিত বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে।
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২১ দুপুর ২টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। তবে রাস্তায় পুলিশ তাদের সমাবেশে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। উপস্থিত আছেন গত নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ডা: শাহাদাত ও মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিবন।।
এছাড়াও রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাবির আল রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজাপুর উপজেলা ছাত্রদল সদস্য ঝালকাঠি জেলা, আল ইমরান সদস্য জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখা ,মাইনুল সদস্যসচিব রাজাপুর কলেজ ছাত্রদল মাহিম যুগ্ন-আহবায়ক রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল, বাইজিদ যুগ্ন আহবায়ক রাজাপুর উপজেলা ছাত্রদল, জালিস মাহমুদ প্রিন্স রাজাপুর উপজেলা ছাত্রদল ।