ইতালি থেকে খান রবিন
সোমবার ২২ মার্চ ২০২১ কিছুক্ষন পূর্বে ইতালিয়ান মেয়ে বর্তমান নাম ফারহা তিনি ভালোবেসে বাংলাদেশির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোন। ফারা ইতালির রোমের বাসিন্দা। যে বাংলাদেশি কে ভালোবেসে তিনি ইসলামি শরিয়ত ও রীতি নিতি মেনে বিয়ে করেছেন তার ভালবাসার টালে আজ প্রথমেই ফারহা ইসলাম ধর্ম গ্রহন করেন।
ফারহা যাতে ইসলামি রীতি নিতি মেনে চলতে পারেন এবং ইসলাম কে কিয়ামত পর্যন্ত ধারন করতে পারেন সে জন্য কমিউনিটির ব্যক্তিত্ব নূরে আলম সিদ্দিকি বাচ্চু ফারহা কে ইতালিয়া ভাষায় অনুবাদ সহ একটি পবিত্র কোরয়ান শরিফ উপহার দেন। পরে সকল কে মিষ্টি মূখ করানো হয়।
হে আল্লাহ এ দম্পতির জন্য শুভকামনা ও দোয়া রইল!
নতুন দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহাগ খান।