মিথিলা ফারজানা ফারজানা রুপা রিপোর্টার।
শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবিতে ৩৪ জন মানুষ মারা গেল এখনো কোন মামলা হয় নি। কারণ কি?
ধাক্কা দিয়েছিল যে কার্গোজাহাজ সেটাও আটক করেনি। লঞ্চটিকে ধাক্কা দেয়া কার্গোটির মালিক বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়। কোন ধরনের অনুমোদন ছাড়াই শেখ তন্ময় এর মালিকানাধীন এসকেএল -৩ নামের কার্গো টি চলাচল করছে।
গতকাল মামলা করার জন্য ডুবে যাওয়া লঞ্চটির মালিক, লঞ্চ সমিতির লোকজন নারায়ণগঞ্জ সদর, বন্দর ও নৌ থানায় ঘুরেছেন। কিন্তু কোন থানা মামলা নিতে রাজি হয় নি। নৌথানা মামলা নেয়নি…